৪৮ ঘন্টার নতুন পূর্বাভাস দিয়ে আবারো হিট এলার্ট জারি
এপ্রিলে বেশ কয়েকবার তীব্র তাপপ্রবাহের কারণে হিট এলার্ট জারি করা এবার আবারো হিট এলার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। গত কয়েকদিন মেঘে স্বস্তি মিললেও নতুন তাপপ্রবাহে আবার পুড়বে দেশ।
গত বুধবার রাতে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
তাছাড়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বয়ে যাওয়া তাপ প্রবাহ রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালীতে বিস্তার লাভ করতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবারের পূর্বাভাসেও সারা দেশের আবহাওয়া শুষ্কসহ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।