গোপনে ভারতে প্রবেশ করে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
গণঅভ্যুত্থানের মুখে পড়ে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছাড়ে সাবেক হাসিনার সরকার। বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ এই সভানেত্রী। হাসিনার দেশ ছাড়ার পর দেশ ছাড়তে গিয়ে ধরা পরেছে অনেক এমপি ও মন্ত্রী। কিন্তু এবার দেশ ছাড়তে গিয়ে ধরা খেল ছাত্র লীগ নেতা।
প্রায় ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে শেষরক্ষা হলো না। সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পরই পশ্চিমবঙ্গের পুলিশের হাতে গ্রেপ্তার হন ছাত্রলীগের নেতা আব্দুল কাদির। সেখানকার পুুলিশ জানায়, পুলিশ জানিয়েছে ২৭ বছর বয়সী আব্দুল কাদিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়।
গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ছাত্রলীগ নেতা বলেন, 'আমার বাড়ি নারায়ণগঞ্জে। ফিরোজপুর সীমান্ত দিয়ে ভারতের প্রবেশের পরই আমাকে বিএসএফ আটক করে। আমি ছাত্রলীগ করি। আমাকে প্রচণ্ড মারধর করা হয়। তাই ভয়ে পালিয়ে এসেছি। '
পশ্চিমবঙ্গের পুলিশ জানায়, কোন প্রকার বৈধ পাসপোর্ট বা ভিসা না থাকায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ১৪ ফরেনার্স আইনে মামলা দায়ের করা হয়েছে।