চট্টগ্রামে এস আলমের চিনিকলে আগুন

Posted by on in বাংলাদেশ 0
1st Image

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম রিফাইন্ড সুগার মিল নামের একটি চিনিকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।
সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫৩ মিনিটে নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার এই কারখানায় আগুন লাগে। কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।তিনি বলেন, প্রথমে আমাদের ৬ টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।