বিপিএলে রংপুর রাইডার্সের টানা তৃতীয় জয়
বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে শুরুতেই কাজ সহজ করে দিয়েছিলেন রংপুর রাইডার্স। তবে ১৫ রানেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল দলটি। এরপর অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের জুটি দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দলকে এনে দিলো টানা তৃতীয় জয়।
আজ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৮ উইকেটে পরাজিত করে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে বরিশাল ১২৪ রানে গুটিয়ে যায়। রংপুরের হয়ে বল হাতে খুশদিল শাহ ৩টি এবং ইফতেখার আহমেদ ও নাহিদ রানা ২টি করে উইকেট তুলে নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। ইনিংসের শুরুতেই ১৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে এরপর সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের দায়িত্বশীল ব্যাটিং দলের জয় নিশ্চিত করে। ৫ ওভার বাকি থাকতে রংপুর লক্ষ্যে পৌঁছে যায়।
বরিশালের হয়ে অভিষিক্ত পেসার ইকবাল হোসেন ইমন ২টি উইকেট শিকার করেন। তবে তাদের পক্ষে যথেষ্ট হয়নি। হেলস ৪৯ রানে অপরাজিত থাকেন, আর সাইফ হাসান অপরাজিত থাকেন ৬২ রানে।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো অপরাজিত থাকলো রংপুর রাইডার্স, যা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে।