বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নিঝুম রুবিনা রাইড শেয়ারিং গাড়িতে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। মঙ্গলবার দুপুরে বনশ্রী থেকে ধানমণ্ডি যাওয়ার পথে চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় তিনি গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন।
নিজের স্বামী গ্রামের বাড়ি যাওয়ায় নিজের গাড়ি ব্যবহার না করে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে বনশ্রী থেকে ধানমণ্ডি যাচ্ছিলেন রুবিনা। তবে চালক হাতিরঝিল থেকে ধানমণ্ডি না গিয়ে গুলশানের দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি চালককে গাড়ি থামানোর অনুরোধ করেন। কিন্তু চালক রুঢ়ভাবে বলেন, “চুপ থাকুন, কোনো কথা বলবেন না।”
গাড়ির গতি তখন ৮০ থেকে ১০০ কিমি/ঘণ্টা। গাড়ির আচরণ এবং চালকের হুমকি দেখে তিনি চিৎকার করে সাহায্য চাইতে শুরু করেন। কিন্তু রাস্তা ফাঁকা থাকায় আশপাশ থেকে কেউ সাহায্য করতে পারেনি। একপর্যায়ে গাড়ির গতি কিছুটা কমে এলে তিনি সাহস করে গাড়ি থেকে লাফ দেন এবং প্রাণে রক্ষা পান।
ঘটনার পরদিন বুধবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রুবিনা। এরপর এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ভয়াবহ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “সেই মুহূর্তে আমি ভীষণ ভীত ছিলাম। এখনো সেই ঘটনা মনে পড়লে কেঁপে উঠি। এমন ঘটনার শিকার যেন আর কেউ না হয়।”
সংবাদ সম্মেলনে তিনি চালকের বিচার দাবি করেন। তিনি বলেন, “একজন নারী হিসেবে আমার এমন অভিজ্ঞতা মেনে নেওয়া কষ্টকর। আমি চাই, এ ঘটনায় দোষীর কঠোর শাস্তি হোক।” এই ঘটনা রাইড শেয়ারিং সেবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। নারীদের জন্য এই সেবাকে আরও নিরাপদ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নায়িকা।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে রুবিনার সাহসিকতার প্রশংসা করেছেন এবং নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য আরও কঠোর নীতিমালা তৈরির আহ্বান জানানো হচ্ছে।