চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। সকাল থেকে ঝলমলে রোদ, কিন্তু হঠাৎ করেই আকাশ ঢেকে গেল মেঘে। অন্ধকারে ঢেকে গেল গোটা মাঠ। সেই অস্বস্তিকর পরিবেশেও আলো ছড়ালেন বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসান।
প্রথম দিনটা যখন প্রায় হতাশায় মোড়ানো ছিল, তখন পরপর দুই ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে প্রাণ ফেরালেন তিনি।
প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ২২৭ রান। অথচ একসময় তারা ছিল ৪ উইকেটে ২০০ রান। নাঈম হাসানের সেই দুই উইকেট না এলে কিংবা নিক ওয়েলচ ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য না হলে, সফরকারীরা আরও শক্ত ভিত গড়ে ফেলতে পারত।
সকালে দুটি উইকেট হারালেও নিক ওয়েলচ এবং শন উইলিয়ামসের দৃঢ়তায় জিম্বাবুয়ে ভালোমতো এগোচ্ছিল। বাংলাদেশের ফিল্ডিং আর বোলিং তখন দিশেহারা লাগছিল। কিন্তু চা বিরতির পরে ব্যথায় কাবু হয়ে ৫৪ রানে মাঠ ছাড়েন ওয়েলচ। তার বিদায়ে জিম্বাবুয়ের ছন্দে বড় ধাক্কা লাগে।
ওয়েলচের বিদায়ের পরপরই নাঈম হাসান শিকার করেন ক্রেইগ আরভিনের উইকেট। এরপর দুর্দান্ত ফিল্ডিংয়ে তানজিম হাসান ক্যাচ ধরেন ৬৭ রান করা শন উইলিয়ামসের, যিনি কিছুক্ষণ আগে জীবন পেয়েছিলেন ভুল থ্রো থেকে।
এরপর বাংলাদেশের গল্পের নায়ক হয়ে ওঠেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
তিনিই জিম্বাবুয়ের ইনিংস কার্যত গুটিয়ে দেন। প্রথমে ওপেনার বেন কারানকে ফিরিয়ে শুরু, তারপর নাঈমের চাপে থাকা মাধেভেরেকে উইকেটের পেছনে ক্যাচ বানান।
নতুন বল নেওয়ার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তাইজুল। ৮০তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজাকে এলবিডব্লিউ করে পরের বলেই রিচার্ড এনগারাভাকে ফিরিয়ে এনে দেন হ্যাটট্রিকের সম্ভাবনা। যদিও তৃতীয় বলে হ্যাটট্রিক হয়নি, তবে পরে আরও দুটি উইকেট নিয়ে শেষটা সুন্দর করেন তিনি।
বিশেষ মুহূর্ত ছিল ওয়েলচকে ফেরানো। রিটায়ার্ড হার্ট হয়ে যাওয়া ওয়েলচ যখন মাঠে ফেরেন, তখনও তাকে একটি রানও করতে দেননি তাইজুল। বলতেই হয়, বাংলাদেশ আজ চট্টগ্রামে শেষ হাসি হেসেছে স্পিন জাদুতে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
দল | জিম্বাবুয়ে | বাংলাদেশ |
ইনিংস | ১ম | ১ম |
রান | ২২৭/৯ (৯০ ওভারে) | - |
উইকেট | ৯ | - |
ব্যাটসম্যানদের উল্লেখযোগ্য স্কোর | উইলিয়ামস ৬৭, ওয়েলচ ৫৪, বেনেট ২১, কারান ২১ | - |
বোলারদের উল্লেখযোগ্য সাফল্য | - | তাইজুল ৫/৬০, নাঈম ২/৪২, তানজিম ১/৪৯ |
উল্লেখযোগ্য তথ্য:
তাইজুল চট্টগ্রামে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেলেন।
নাঈম হাসান গুরুত্বপূর্ণ সময়ে দুটি মূল্যবান উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দলের মুখে স্বস্তির হাসি।