স্পেনে চলমান বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচকেও প্রশ্নের মুখে ফেলেছে। বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার বহুল প্রতীক্ষিত প্রথম লেগের ম্যাচ নিয়েই এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা।
গত কয়েক দিন ধরে স্পেন এবং প্রতিবেশী পর্তুগালে বিদ্যুৎ বিভ্রাট জনজীবন স্থবির করে দিয়েছে। রাস্তাঘাটে ব্যাপক যানজট তৈরি হয়েছে, গণপরিবহন থমকে গেছে এবং বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
বিষয় | তথ্য |
---|---|
ক্ষতিগ্রস্ত এলাকা | স্পেন ও পর্তুগাল |
প্রধান সমস্যা | বিদ্যুৎ বিভ্রাট, যানজট, গণপরিবহন অচলাবস্থা |
ফ্লাইট অবস্থা | বিলম্বিত ও বাতিল |
বিদ্যুৎ পুনরুদ্ধার | কয়েক ঘণ্টা সময় লাগতে পারে |
বিদ্যুৎ গ্রিডের বড়সড় ধসের কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। পুরো পরিস্থিতি স্বাভাবিক করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ইন্টার মিলান মাঠে নামার কথা রয়েছে। ম্যাচটি নির্ধারিত আছে বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে, বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল রাত ১টায়।
তবে স্পেনের বিদ্যুৎ সংকটের কারণে ম্যাচটি স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় দুই দলের যাতায়াত এবং ম্যাচ ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে, যদি পরিস্থিতির দ্রুত উন্নতি না হয়, তাহলে বার্সেলোনা ও ইন্টারের মধ্যকার এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ এক বা দুই দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে।
তাই ভক্ত-সমর্থকদের চোখ এখন স্পেনের বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারের দিকেই।