ভারতীয়রা ধনী মানুষ, তারা গরিব দেশগুলোতে লীগ খেলতে যায় না- শেবাগ

Posted by on in খেলা 0
1st Image

ভারতীয় ক্রিকেটারেরা অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে কেন খেলতে যায় না এটি সবার কাছেই অজানা। বিবিএল, বিপিএল, সিপিএলের মতো লিগে কেন ভারতের ক্রিকেটাররা খেলেন না সেটি জানার কৌতূহল অনেকের থাকলেও কোনো সদুত্তর নেই কারো কাছেই। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ ক্রিকেটভক্তদের সেই কৌতূহলী প্রশ্নের এক ‘অদ্ভুত’ উত্তর দিয়েছেন।

সম্প্রতি তিনি প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া এক ইউটিউব পডকাস্টে এমন এক মন্তব্য করেছেন, যা নিয়ে জোর চর্চা চলছে। অ্যাডাম গিলক্রিস্ট শেবাগের কাছে জানতে চান যে ভারতীয় ক্রিকেটাররা অন্য টি-২০ লিগে কখন খেলতে পারবে।
এর জবাবে শেবাগ বলেন, ‘না আমাদের এটার দরকার নেই। আমরা ধনী মানুষ। তাই অন্য গরীব দেশগুলোতে এই সকল লিগের জন্য আমরা যাই না।’
পডকাস্টে অ্যাডাম গিলক্রিস্ট ও বীরেন্দর শেবাগ
পডকাস্টে তিনি এটিও জানান যে বিগ ব্যাশ থেকে ১ লাখ ডলারের প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছিলেন। এ প্রসঙ্গে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমার এখনও মনে আছে যখন আমি ভারতীয় টিম থেকে বাদ পড়েছিলাম, সেই সময় বিবিএল(বিগ ব্যাশ লিগ) থেকে প্রস্তাব পেয়েছিলাম। আমি বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়ে জানতে চেয়েছিলাম যে আমাকে ওরা কত টাকা দেবে। জানায় ১ লক্ষ ডলার। আমি তখন জানাই যে, এই টাকাটা তো আমি আমার হলিডেতে খরচ করি। এমনকি গত রাতে আমার যা বিল হয়েছে, সেটা এর থেকে বেশি।’