জমি নিয়ে বিরোধ, যুবলীগ নেতার কান-আঙুল কেটে ফেললো প্রতিপক্ষ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গত শনিবার সন্ধ্যায় নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক ফেরাউন মার্কেটের রাস্তার পাশে জমি নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে যুবলীগ নেতা সেলিম হোসেন ফেরদৌসের কান ও আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

ঘটনার পর সেখান থেকে স্থানীয়রা  সেলিমকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা সেলিমের শরীরে গুরুতর জখম থাকায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। 

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার আশরাফ উদ্দিন ও নাজিম উদ্দীনের সঙ্গে সেলিম হোসেন ফেরদৌসের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই মধ্যে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা সেলিমের নামে থান ও নোয়াখালী কোর্টে মামলা করেছে এবং প্রায় সময় তাকে মেরে ফেলার হুমকি-ধামকি দিয়ে আসছে।

এরই মধ্যে গত শনিবার তারা ভাটিরটেক ফেরাউন মার্কেটের রাস্তার পাশে ফেরদৌসের উপর পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ফেরদৌসের ডান হাতের দুইটা আঙুল খোয়া যায়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান জানান, ভুক্তভোগী পরিবার মামলা করলে তদন্ত সাপক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।