শরীরে ৩ ব্যাগ ‘বি’পজিটিভ রক্ত দেওয়ার পর জানা গেল রোগী ‘এ’পজিটিভ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গত (৪ জুন) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সালেহা বেগম নামে এক বৃদ্ধার শরীরে তিন ব্যাগ ‘বি’ পজিটিভ রক্ত দেওয়ার পর পরবর্তীতে জানা যায় রোগীর রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ। ঘটনায় রোগীর স্বজনরা মঙ্গলবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুণ অর রশিদের কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন।

রোগী সালেহা বেগমের মেয়ে শিরিনা আক্তার বলেন, গত ২০ মে তার মা সালেহা বেগমকে অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার রক্তশূন্যতার কারণে রোগীকে রক্ত দিতে বলেন। পরে ওয়ার্ডের নার্সরা রোগীর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে ক্রসম্যাসিং করার জন্য হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠালে সেখানে কর্মরত জালাল উদ্দিন ‘বি’ পজেটিভ ফলাফল প্রদান করেন।

তারপর মায়ের শরীরে পরপর তিন দিন তিন ব্যাগ ‘বি’ পজিটিভ রক্ত দেওয়া হয়। রক্ত দেয়ার পরপরই মায়ের শরীরের জ্বালা-যন্ত্রণা শুরু হলে চিকিৎসকরা ঢাকায় রেফার্ড করেন। 

অবস্থা আরও অবনতি হলে আবারও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তখনও চিকিৎসরা রক্ত দিতে আমাদের বললে আমরা রক্ত নতুন করে ক্রসম্যাসিং করতে হাসপাতালের ব্লাড ব্যাংকে নিয়ে যাই। কিন্তু এবার প্রতিবেদনে ‘এ’ পজেটিভ আসে। তখন আমরা বিষয়টি ডা. গৌতম কুমারকে দেখাই তিনি বেসরকারি ক্লিনিক থেকে রক্তের গ্রুপ নির্ণয় করতে বলেন। তখন আমরা তাই করি এবং এখানেও রক্তের গ্রুপ ‘এ’ পজেটিভ আসে।

তখন চিকিৎসক জানান রোগীর শরীরের ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।রোগীর অবস্থা সম্পর্কে ওয়ার্ডে দায়িত্বরত এক চিকিৎসক জানান, ভুল রক্ত দেওয়ার কারণে রোগীর কিডনি, মাথার বাম সাইডে রক্তক্ষরণসহ শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।

রোগীর স্বজনদের দাবি, ব্লাড ব্যাংকের সংশ্লিষ্টদের কর্তব্যে অবহেলার কারণে রোগীর অবস্থা এখন সংকটাপন্ন। তাছাড়াও অনেকের অভিযোগ বহিরাগতদের দিয়ে কাজ করানোর ফলে বর্তমানে ব্লাড ব্যাংকে এ ধরনের ভুল হচ্ছে।