বিয়ের খাবারের মেন্যুতে যখন সোনা!
চলতি বছর ধনকুবের মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠানের আয়োজনে খরচ করা হয় কোটি কোটি টাকা। বিয়ে নিয়ে বেশ আলোচনাও হয়েছিলো নেট দুনিয়ায়। হলিউড বিখ্যাত তারকা, বড় বড় ব্যবসায়ীদের থেকে শুরু করে দাওয়াত করা হয়েছিল গুগুল ও মেটার মতো টেক জায়েন্ট কোম্পানির মালিকদেরও। উপস্থিত ছিলো সারা আলি খান।
তিনি তার এক সাক্ষাৎকারে মজা করে বলেন, সেই অনুষ্ঠানে অতিথিদের খাবারের সঙ্গে সোনা খেতে দেয়া হয়েছিল, সবাই সেটা খেয়েও ফেলেছেন! এরপর আবারো আলোচনায় আসে তাদের বিয়ে।