নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন

Posted by on in বাংলাদেশ 0
1st Image

নতুন শিক্ষাক্রম অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে হবে এসএসসি ও সমমান পরীক্ষা।  এছাড়া নতুন মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষায় লিখিততে থাকবে ৬৫ শতাংশ নম্বর। বাকি ৩৫ শতাংশ থাকবে কার্যক্রমভিত্তিক মূল্যায়নে। নতুন শিক্ষাক্রমের এই মূল্যায়ন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এনসিসিসির সভায় এসএসসি পরীক্ষা বিষয়ক এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে আরো বলা হয়, আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ হবে না। চূড়ান্ত হওয়া মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে কেউ সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তির সুযোগ পাবে। তবে পরবর্তীতে ওই দুই পরীক্ষায় পাস না করলে সনদ পাবে না।

নতুন কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ ওয়েটেজে থাকবে অ্যাসাইনমেন্ট, উপস্থাপনা, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। বাকী  লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ। আরো বলা হয় যদি কোনো শিক্ষার্থী দশম শ্রেণিতে ৭০ শতাংশ কর্মদিবস উপস্থিত না থাকে, তাহলে সে পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারবে না। তবে এসব নতুন নিয়মে শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা।

দশম শ্রেণিতে ২০২৬ সালে নতুন শিক্ষাক্রম চালু হবার একাদশ ২০২৭ সালে এবং দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে। আজ এই শিক্ষাক্রম চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মশিউজ্জামান।