মাঠের বাইরে কেন এভাবে কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি?

Posted by on in খেলা 0
1st Image

ম্যাচের ৩৫ মিনিটেই সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল মাঠে থেকে শেষ করতে পারেননি তিনি।  প্রতিপক্ষের ফুটবলারের ট্রাকেলে ডানপায়ের গোড়ালিতে চোট পড়েছিলেন। ফলে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

চিকিৎসক দলের প্রচেষ্টায় কিছুটা সুস্থ হয়ে আবারও মাঠে ফিরলেও দ্বিতীয়ার্ধে কিছুটা সময় মাঠে থাকতে পারেন তিনি। পরে বাধ্য হয়ে মাঠের বাইরে চলে যেতে হয়। ফলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি।

মেসির লম্বা ক্যারিয়ারের এটি একটি বাজে রাত ছিলো। মাঠ ছাড়ার পর তার কান্নার 

একটি ভিডিও ও ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অল এবাউট আর্জেন্টিনা নামক এক্সের এক পেইজ থেকে এই ভিডিও দেখা যায় যেখানে মেসি ফুফিয়ে কাঁদছে। ঞ্জন উঠেছে হয় তো জাতীয় দলের জার্সিতে এটি মেসির শেষ আন্তর্জাতিক ফাইনাল ভেবেই হয়তো এভাবে শিশুর মতো কান্না করেন তিনি।

ডান গোড়ালি মোচকে যাওয়ার ঘটনায় পরবর্তীতে তার পরিবর্তে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেজ।