সেনাবাহিনীর ওপর হামলা নিয়ে যা বলল আইএসপিআর

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গতকাল শনিবার (১০ আগস্ট) গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে আওয়ামীলীগ নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা ঢাকা মহাসড়কে অবস্থান করে তা অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনী প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে গমন করলে উত্তেজিত হয়ে উঠে বিক্ষোভকারীরা ।
ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করে আওয়ামী নেতা-কর্মীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড এ্যামোনিশন ফায়ার করে। তারপরও উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। এতে  তিন অফিসারসহ ৯ জন আহত হয়।
আন্ত বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয় য়ে, বিক্ষোভকারীদের হামলায় ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হয়। হামলাকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে। এদিকে পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।