বাতিল হচ্ছে ১৫ আগস্টের সাধারণ ছুটি

Posted by on in বাংলাদেশ 0
1st Image

রাষ্ট্রপতির আদেশে বাতিল হচ্ছে ১৫ আগস্টের সাধারণ ছুটি । আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। ছুটি বাতিলের প্রজ্ঞাপনও প্রস্তুত আছে বলে তারা নিশ্চিত করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আজ অথবা কালই প্রজ্ঞাপন জারি হবে।
গতকাল বিকেল ৪টায় ড. ইউনূসের সাথে বিএনপিসহ সকল রাজনৈতিক দল একে একে বৈঠক করেন। সেখানে ১৫ আগস্টের পক্ষে একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ব্যাতিত আর কেউই ১৫ই আগস্ট সাধারণ ছুটি পক্ষে সমর্থন দেয়নি।
আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে বলেন, উপদেষ্টাদের নিয়ে আজ বিকেলে বসার কথা রয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হবে। তবে ১৫ আগস্টের দিন মাঠে যথেষ্ট পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হবে। যাতে কেউ কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে।
 নিরাপত্তার স্বার্থে সবকিছু নজরদারি হবে বলেও তিনি জানান।