৫০ বিচারক ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন না, প্রজ্ঞাপন বাতিল
অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার ভারতে প্রশিক্ষণে যাওয়ার অনুমতি বাতিল করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। আজ, রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
গত ৩০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনীত করা হয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে।
প্রশিক্ষণের জন্য মনোনীতদের মধ্যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন। তাদের প্রশিক্ষণ ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রশিক্ষণ সংক্রান্ত ব্যয়ভার বহন করার কথা ছিল ভারত সরকারের। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছিল না।
আজকের প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমতি বাতিলের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজ, মহানগর জজসহ বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে পাঠানো হয়েছে।
কেন এই অনুমতি বাতিল করা হয়েছে, তা প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত প্রশিক্ষণ কার্যক্রম আর বাস্তবায়িত হচ্ছে না।