ছেলেকে বাঁচালেও স্রোতে বাঁচেনি বাবা

Posted by on in বাংলাদেশ 0
1st Image

সন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার স্রোতে ভেসে যান বাবা। ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কবির পাড়ায় ঘটে এমন হৃদয় বিদারক ঘটনা। পরে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাতে মো. রজি আহমেদ (৫৫) নামের ভেসে যাওয়া ঐ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান কবির পাড়ার বাসিন্দা সোলতান আহমদের ছেলে রজি আহমেদ। তার ৪ ছেলে এবং ২ মেয়ে। বড় ছেলে নাঈম স্থানীয় একটা মাদ্রাসায় পড়ালেখা করে। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে বন্যার মধ্যেই বাড়ি ফিরছিলেন রজি আহমেদ। পথিমধ্যে বন্যার তীব্র স্রোতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন ছেলেকে একটি গাছ ধরিয়ে দিলে নাঈম সেটি আকড়ে ধরে থাকে। কিন্তু  রজি আহমেদের ধরার মতো জায়গা না থাকায় তিনি স্রোতে ভেসে যান।
ঘটনাটি উদ্ধার কর্মীদের নজরে আসলে তারা দ্রুত সেখান থেকে রজি আহমেদের ছেলে নাঈমকে উদ্ধার করেন। একটি ভিডিওতে দেখা যায় উদ্ধার হওয়া ছেলে তার বাবাকে বাঁচানোর জন্য কেঁদে কেঁদে আকুতি করছে। কিন্তু ততক্ষণে তার বাবা স্রোতের সাথে নিখোঁজ হয়ে যান। পরদিন শুক্রবার রাতে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।