জাতীয় দলে আর খেলছেন না, আফ্রিদিকে জানালেন তামিম

Posted by on in খেলা 0
1st Image

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে না থাকা তামিম আনুষ্ঠানিকভাবে টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি। তবে সম্প্রতি পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদির একটি ভিডিওতে তামিমকে জাতীয় দল থেকে অবসরের কথা বলতে শোনা যায়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

আফ্রিদির ভিডিওতে তামিমের বক্তব্য

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে চিটাগং কিংসের মেন্টর হিসেবে আছেন শহীদ আফ্রিদি। ফরচুন বরিশালের আমন্ত্রণে আফ্রিদি তামিম ইকবালের সঙ্গে দেখা করতে যান এবং সেই মুহূর্তটি ধারণ করেন তার ইউটিউব চ্যানেলের জন্য।

আড্ডার এক পর্যায়ে আফ্রিদি তামিমকে সরাসরি জিজ্ঞাসা করেন, “তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়েছো?” জবাবে তামিম বলেন, “জাতীয় দল থেকে।” এই মন্তব্যে নেটিজেনরা হতবাক, কারণ তামিম এর আগে কেবল টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানিয়েছিলেন।

তামিমের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শেষ ওয়ানডে খেলেন তামিম। এরপর থেকে তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। গুঞ্জন ছিল, চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি ফিরবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদও ইঙ্গিত দিয়েছিলেন যে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য তামিম এবং সাকিব আল হাসান দুজনকেই পাওয়া যাবে। তবে তামিমের সাম্প্রতিক মন্তব্য এই প্রত্যাশায় অনিশ্চয়তা তৈরি করেছে।

মোহাম্মদ নবীর অবসর পরিকল্পনা

ভিডিওতে আফ্রিদি আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকেও অবসর নিয়ে প্রশ্ন করেন। নবী জানান, চ্যাম্পিয়নস ট্রফির পর তিনি একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন এবং কেবল টি-টোয়েন্টি খেলবেন। আফ্রিদি নবীর এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বলেন, “তুমি তো এখনও তরুণ, খেলতে থাকো।”

তামিম ও আফ্রিদির আলোচনার মজার মুহূর্ত

আড্ডার এক পর্যায়ে তামিম আফ্রিদিকে রাজনীতিতে আসার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। জবাবে আফ্রিদি রসিকতার ছলে বলেন, “তোমাদের অবস্থা দেখে রাজনীতিতে আসার ইচ্ছা নেই।”

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে। এবারের চ্যাম্পিয়নস ট্রফি হবে হাইব্রিড মডেলে, যেখানে ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে।