২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০ হাজার ৬০০ কোটি টাকা

Posted by on in অর্থনীতি 0
1st Image

 

শেখ হাসিনার পদত্যাগের পূর্বে দেশে রেমিট্যান্স আসা থমকে গেলেও গতি বেড়েছে পদত্যাগের পর। আগস্টের প্রথম ২৪ দিনে দেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে  ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যার মধ্যে ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার, ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ মার্কিন ডলার ও  ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এসেছে ৫৮ কোটি ৪১ লাখ মার্কিন ডলার।


গতকাল রোববার (২৫ আগস্ট) বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংকের প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। কেন্দ্রিয় ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী গত বছর একই সময়ের তুলনায় এ বছর ৩০ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে। যা ছিলো ১৩২ কোটি ডলার।


এদিকে চলতি মাসের আসা মোট রেমিট্যান্সের ২৭ কোটি ৬৯ লাখ ডলার এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে, ৬ কোটি ৪ লাখ ১০ হাজার ডলার এসেছে বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে, ৩২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এবং সবচেয়ে বেশি ১৩৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ডলার এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।