সুইমিং পুলে প্রস্রাব করায় আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা

Posted by on in বিনোদন 0
1st Image

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না আল্লু অর্জুনের। এবার ছবির একটি আপত্তিকর দৃশ্য নিয়ে আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করেন কংগ্রেস নেতা টিমাল্লানা। টিমাল্লানা হলেন বর্তমান তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য।
 
ছবির পরিচালক সুকুমারের বিরুদ্ধেও এ ব্যাপারে মামলা করেন তিনি। তার আপত্তি হলো সিনেমার একটি দৃশ্য নিয়ে। দৃশ্যটিতে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা সুইমিং পুলে প্রস্রাব করে। সেই সুইমিং পুলে সিনেমাতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা এক অভিনেতাকেও দেখা যায়। বিতর্ক মাথাচাড়া দিয়েছে এই দৃশ্যটি নিয়েই। কংগ্রেস নেতা দৃশ্যটিকে অবমাননাকর বলে দাবি করেছেন। তার মতে, দায়িত্বরত পুলিশ অফিসারের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে দৃশ্যটি দ্বারা। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সেই কংগ্রেস নেতা।