Home বাংলাদেশ ঘটনা-দুর্ঘটনা সীমান্ত রক্ষায় বিজিবি যথেষ্ট: লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া

সীমান্ত রক্ষায় বিজিবি যথেষ্ট: লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া

Posted by on in বাংলাদেশ 0
1st Image

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি একাই যথেষ্ট। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং ১৮ কোটি মানুষও লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত থাকবে। জীবন দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চৌকা বিওপির বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবিকে সহায়তা করতে হবে। বিজিবি সবসময় এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও বলেন, কেউ যেন সামান্য টাকার জন্য সীমান্তে ঝুঁকিপূর্ণ কাজ না করেন। প্রয়োজনে বিজিবির পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাসও তিনি দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই মতবিনিময় সভায় সীমান্ত সুরক্ষা এবং স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। বিজিবি ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে মত প্রকাশ করা হয়।

সম্প্রতি চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ৬ জানুয়ারি, ভারতীয় নাগরিকরা বিএসএফের সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের আমগাছ ও ফসল কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর হামলা চালায়।